Wellcome to National Portal

০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট আকারের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রজাতিভিত্তিক ছোট মাছ ও ব্রুডমাছ আহরণ সম্পর্কিত প্রতিপালনীয় বিধিমালা
বিস্তারিত

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ক্ষমতা বলে প্রণীত Protection and Conservation of Fish Rules 1985 মোতাবেক চাষের উদ্দশ্যে ব্যতীত কোন ব্যক্তি র্কৃতক –

(১) প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর (আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি) মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস, ঘনিয়া;

(২) প্রতি বছর নভম্বের হতে মে (কার্তিক মাসের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি) মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের ইলিশ (যা জাটকা নামে পরচিতি);

(৩) প্রতি বছর নভম্বের হতে এপ্রিল (কার্তিক মাসের মাঝামাঝি হতে বৈশাখ মাসের মাঝামাঝি) মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের পাংগাস;

(৪) প্রতি বছর ফেব্রুয়ারি হতে জুন (মাঘ মাসের মাঝামাঝি হতে আষাঢ় মাসের মাঝামাঝি) মাস পর্যন্ত ৩০ সেন্টিমিটারের (১২ ইঞ্চি) ছোট আকারের সিলন, বোয়াল ও আইড় মাছ ধরা, নিজের দখলে রাখা, পরিবহন বা বিক্রয় করা নিষিদ্ধ;

(৫) চাষের উদ্দশ্যে ব্যতীত সাধারণভাবে নদী-নালা, খাল ও বিলে সংযোগ আছে এরুপ জলাশয়ে প্রতি বছর ১ এপ্রিল থেকে ৩১ আগষ্ট (চৈত্র মাসের মাঝামাঝি হতে ভাদ্র মাসের মাঝামাঝি) পর্যন্ত শোল, গজার, টাকি মাছের পোনা ঝাঁক বা দম্পতি মাছ ধরা ও ধ্বংস করার পদক্ষেপ গ্রহণ করা যাবে না;

(৬) জলাসেচ, বন্যা নিয়ন্ত্রণ বা নর্দমার উদ্দশ্যে ব্যতীত নদী-নালা, খাল ও বিলে অস্থায়ী বাঁধ বা কোনরুপ অবকাঠামো নির্মাণ করা যাবে না;

(৭) নদী- নালা, খাল- বিলে স্থায়ী স্থাপনার মাধ্যমে (ফিক্সড) মৎস্য আহরণ করা যাবে না, এরুপ ক্ষেত্রে স্থায়ী স্থাপনা অপসারণ এবং জব্দ করা যাবে;

(৮) বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে মাছ মারা যাবে না । অভ্যন্তরীণ জলাভূমিতে বিষ প্রয়োগ , পরিবেশ দূষণ, বাণিজ্যিক বর্জ্য বা অন্যবিধ উপায়ে মাছ ধ্বংসে পদক্ষেপ গ্রহণ করা যাবে না;

(৯) মাছ ধরার ক্ষেত্রে ৪.৫ সেন্টিমিটার বা তদাপেক্ষা কম ব্যাস বা দৈর্ঘ্যের ফাঁস বিশিষ্ট ফাঁস জাল এর ব্যবহার নিষিদ্ধ ।

(১০) শাস্তি

(ক) প্রথমবার আইন ভঙ্গকারীর শাস্তি হবে কমপক্ষে ১ মাস হতে সর্বোচ্চ ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং তৎসহ সর্বোচ্চ ১০০০/- টাকা জরিমানা;

(খ) পরর্বতীতে প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে ২ মাস হতে সর্বোচ্চ ১ বছর সশ্রম কারাদন্ড এবং তৎসহ সর্বোচ্চ ২০০০/- টাকা জরিমানা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
12/09/2024
আর্কাইভ তারিখ
31/12/2025